ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আবার চাঁদাবাজির মামলা
প্রকাশিতঃ 11:54 pm | October 19, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চাঁদা দাবি, ভাঙচুর ও জমি দখলের অভিযোগ এনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
এর আগেও সোমবার (১৫ অক্টোবর) মোহাম্মদ আলী নামে একব্যক্তি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের নামোল্লেখ করে আশুলিয়া থানায় একটি জমি দখল ও চাঁদা দাবির মামলা করেন।
শুক্রবার (১৯ অক্টোবর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা হাসান ঈমাম বাদি হয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ দু্ইজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনের বিরুদ্ধে মামলাটি (৫৪) দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশির ও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার হোসেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে জানা যায়, জাফরুল্লাহ চৌধুরী তার মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘ দিন ধরে জবরদখলের চেষ্টার পাশাপাশি জমির মালিকের কাছে কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ আরও তিনজনের নামোল্লেখ করা হয়েছে।
কালের আলো/এনএম