হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
প্রকাশিতঃ 3:42 pm | September 27, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় রোগীবাহী সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আন্দিউড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে আন্দিউড়া থেকে একটি অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। আন্দিউড়া এলাকায় আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।
কালের আলো/টিআরকে/এসআইএল