প্রধানমন্ত্রীর জন্মদিনে মমেক হাসপাতালে বৃক্ষরোপণ
প্রকাশিতঃ 6:15 pm | September 28, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভিন্ন অংশে ৭৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন (মমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির।
এ সময় তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, দুরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা তার দীর্ঘজীবন কামনা করি।
উপ-পরিচালক ডাঃ মোঃ ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা তার দীর্ঘায়ু প্রত্যাশা করি, যাতে তিনি দেশকে আরও এগিয়ে নিতে যেতে পারেন।
হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডাঃ শেখ আহসান হাবীব বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী তার সাহসিকতা এবং দুরদর্শিতার মাধ্যমে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা।
এ সময় সহকারি পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলাম, ডাঃ শেখ আলি রেজা সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/একে/এমএম