আন্তর্জাতিক পরিমন্ডলে সিএমপি’র ভূমিকার প্রশংসা, আধুনিক প্রশিক্ষণে গুরুত্ব সেনাপ্রধানের

প্রকাশিতঃ 10:21 pm | September 28, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

প্রায় বছরখানেক আগে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম চৌকষ ও পেশাদার অঙ্গসংগঠন কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) ‘৬ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছিলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। তখন তিনি ছিলেন আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)।

সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে (সিএমপিসিএন্ডএস) বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মানে অভিষিক্ত করার পর সততা, সত্যনিষ্ঠা এবং আনুগত্য এই তিনটি মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) সদস্যদের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন।

দেখতে দেখতে কেটে গেছে প্রায় ১১ মাস। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোর অব মিলিটারী পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনেও সেনাপ্রধান আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন।

সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এ্যান্ড স্কুলে (সিএমপিসিএ্যান্ডএস) অনুষ্ঠিত এই বাৎসরিক সম্মেলনে সেনাপ্রধান ও সিএমপি’র ৬ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে মিলিটারি পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অভিনন্দন জানিয়েছেন কোরের প্রতিটি সদস্যকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশপ্রেমী সেনাবাহিনীর উজ্জ্বল ভাবমূর্তি, মিলিটারি পুলিশের পারদর্শিতা ও কার্যকরী ভূমিকার উপর অনেকাংশে নির্ভরশীল। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও এই কোরের সদস্যরা রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনের আগে কোর অব মিলিটারি পুলিশের পঞ্চম কর্নেল কমান্ড্যান্ট ছিলেন প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কোর অব মিলিটারী পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে শেষে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপি এর ১৭ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরণে সিএমপিসিএ্যান্ডএস এ নবনির্মিত স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’ এর শুভ উদ্বোধন করেন।

সেখানে তিনি একটি ছাতিম গাছের চারা রোপণ করেন। এছাড়া, সিএমপিসিএন্ডএস সেন্টারে তিনি ‘মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটোরিয়াম’ এর নামফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হকসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/জিকেএম/এমএএএমকে