অপূর্ব-নাবিলার ‘সংসার’ শুরু
প্রকাশিতঃ 8:28 pm | January 20, 2018
শোবিজ প্রতিবেদক | কালের আলো:
অপূর্ব ও নাবিলার ‘সংসার’ নাটকের শ্যুটিং শুরু হয়েছে। এতে ইরা চরিত্রে অভিনয় করছেন নাবিলা। আর তার বিপরীতে আছেন অপূর্ব।
মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরায় ‘সংসার’ নাটকের শুটিং শুরু হয়েছে। ভালোবাসা দিবসে নাটকটি প্রচারিত হবে।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, “এ নাটকে দেখানোর চেষ্টা করবো একটি আদর্শ দম্পতি কেমন হয়। তানভীর এবং ইরার দাম্পত্য জীবনের গল্পটা কোনো সংঘাতের গল্প নয়। শুধুই ভালোবাসার গল্প।”