বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 1:28 pm | September 29, 2021

কালের আলো সংবাদদাতা:

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তালতলী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে আশারচর এলাকায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ট্রলার এফবি আল্লাহর দান ডুবে যায়। নৌযানটিতে ১১ জন জেলে ছিলেন বলে জানা যায়। তাঁদের আটজনকে গতকাল উদ্ধার করা হয়। বাকি তিনজন নিখোঁজ ছিলেন।

যে তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁর হলেন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঘটনার পরই সমিতির পক্ষ থেকে নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়। নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, তিন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি। তবে উদ্ধারের বিষয়টি এখনও কেউ জানায়নি। ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।

কালের আলো/টিআরকে/এসআইএল