পদ্মায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৪, নিখোঁজ ২০
প্রকাশিতঃ 8:40 pm | September 29, 2021

কালের আলো সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাইকৃত নৌকাডুবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন শিশুসহ চারজনের লাশ করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর লক্ষীপুর এলাকায় এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় নিখোঁজ ছিলেন অন্তত ৮ জন। এ ছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে আরো ২০ জনকে।
নিহতরা হলো, পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম, একই এলাকার ফিটু আলীর মেয়ে শিশু আয়শা খাতুন, তার ভাই আসমাউল এবং সদর উপজেলার নারায়ণপুরের বাবু আলীর শিশু কন্যা মাইশা খাতুন।
চারজনের লাশ উদ্ধারের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। তিনি বলেন, নৌকাডুবির ঘটনায়মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তবে উদ্ধারকাজ চলছে। শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কতজনের প্রাণহানী হয়েছে।
জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে একটি স্যালো নৌকা প্রায় ৫০-৫৫ জন যাত্রী ও অতিরিক্ত মালামাল নিয়ে পাঁকা ইউনিয়নের দশরশিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। গন্তব্যস্থলের কাছাকাছি লক্ষ্মীপুর চরের সামনে এলাকায় এসে পৌঁছলে স্যালো নৌকাটি তীব্র বাতাসের কবলে পড়ে ডুবে যায়।
কালের আলো/টিআরকে/এসআইএল