ছোট বোনের ছবি তুলে ভাইরাল প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 6:10 pm | October 20, 2018

কালের আলো ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচিত্রী হয়ে ছবি তুলছেন তার বোন শেখ রেহানার। আর সেটি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী ইয়াসিন কবির জয়।  আলোকচিত্রী ইয়াসিন কবির জয়ের তোলা ছবিটিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিটি ফেসবুকে শেয়ার করে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, দেশের মানুষের কাছে রেখে যাওয়া বঙ্গবন্ধুর দুই আমানত …।

এর পরেই ছড়িয়ে পড়েছে ছবিটি। ছবিতে দেখা যায়, একজন দাঁড়িয়েছেন পেছনের পরিপাটি সুন্দর সিডনি শহরকে ব্যাকগ্রাউন্ড করে, আরেকজন তার সেই হাসিমুখ বন্দি করছেন স্মার্টফোনের রঙিন ফ্রেমে।

গত ২৭ এপ্রিল তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানাও। সফরকালে কোনও এক সময় হোটেল বারান্দায় এই ছবিটি তোলা হয়।

কালের আলো/এনএল