‘এমএনপি’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 12:45 pm | October 21, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আনুষ্ঠানিকভাবে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ সেবা উদ্বোধন করেন।
এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নাম্বার অপরিবর্তিত রেখেই যেকোন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নাম্বার পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।
চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশ এমএনপি সেবা দেয়া ৭২তম দেশ হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১ অক্টোবর তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেয়ার ঘোষণা দিয়েছিল।
কালের আলো/এনএম