নারায়ণগঞ্জে ৪ যুবকের ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 12:47 pm | October 21, 2018

কালের আলো প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। রোববার ভোরে উপজেলার পাচরুখি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মরদেহগুলো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে গুলিভর্তি দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে গুলিবিদ্ধ ও মাথা থেঁতলানো চারটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চার জনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। এ কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না।

পুলিশের এই কর্মকর্তার ধারণা, সন্ত্রাসীদের দুটি পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

কালের আলো/এনএম