ভারতকে রুখে দিলো বাংলাদেশ
প্রকাশিতঃ 7:15 pm | October 04, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দুর্দান্ত শুরুর পর ভারতকে রুখে দিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১-১ ব্যবধানে রুখে দেয় অস্কার ব্রুজোনের শিষ্যরা।
সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। ম্যাচের প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। ৫২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ। তারপরও সমান তালে লড়েছে দল। ১০ খেলোয়াড় নিয়ে ৭৪ মিনিটে সমতা ফেরায় তারা। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড ইয়াসিন আরাফাতের (১-১)।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে তারা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ১৩ অক্টোবর, প্রতিপক্ষ নেপাল।
এদিকে মালের জাতীয় স্টেডিয়ামে একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। জুয়েল রানার জায়গায় সাদ উদ্দিন ও সুমন রেজার বদলে মতিন মিয়া খেলেছেন। ভারত বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ পেয়েছে বাংলাদেশ। বল পায়ে রেখে ৪-১-৪-১ ছকে প্রতিআক্রমণে উঠে খেলার চেষ্টা করেছে। কিন্তু প্রথমার্ধে লক্ষ্যভেদ করতে পারেনি একটিও। ম্যাচ ঘড়ির ৬ মিনিটে জামালের পাসে ইয়াসিনের দূরপাল্লার শট পোস্টের অনেক বাইরে দিয়ে যায়।
৯ মিনিটে মতিন মিয়ার ডান প্রান্তের ক্রস ক্লিয়ার করেন ডিফেন্ডার রাহুল ভেকে। দুই মিনিট পর ইব্রাহিমের ক্রসে মতিন লক্ষ্যে শট নিতে পারেননি। ২১ মিনিটে জামালের কর্নারে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু গোলকিপার গুরুপ্রিত সিংয়ের পরীক্ষা নিতে পারেনি। ২৬ মিনিটে জামালের ফ্রি কিকে সাদ চেষ্টা করেছিলেন। যদিও এই উইঙ্গাররের প্রচেষ্টা পোস্টের অনেক বাইরে দিয়ে গেছে।
বরং ধারার বিপরীতে গিয়ে দ্রুত আক্রমণে উঠে ২৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। উদন্ত সিংয়ের কাটব্যাক থেকে অভিজ্ঞ সুনীল ছেত্রী প্লেসিং করেছেন। ডিফেন্ডার তপু বর্মণ কাছে থেকে কিছুই করতে পারেননি। ৩৮ মিনিটে সুনীল ছেত্রী আবারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ৩৭ বছর বয়সী স্ট্রাইকারের জোরালো শট পোস্ট ঘেঁষে চলে গেছে।
প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগটি আসে ৩৯ মিনিটে। প্রতিআক্রমণে সাদের পাস থেকে বিপলুর শট গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেছেন। ৪১ মিনিটে রাহুল ভেকের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে পিছিয়ে থেকেই ড্রেসিং রুমে যায় অস্কার ব্রুজনের দল।
বিরতির পর বাংলাদেশ ৫২ মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ আসে। সাদের ক্রসে রাকিব লক্ষ্যে শট নিতে পারলে সমতায় ফেরার সুযোগ ছিল। পরের মিনিটেই বাংলাদেশের জন্য দুঃসংবাদ। লিস্টন কোলাসোকে পেছন থেকে বাধা দেন বিশ্বনাথ। রেফারি আলসামরানি মাজেদ সরাসরি এই ডিফেন্ডারকে লাল কার্ড দেখাতে কার্পণ্য করেননি। ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ।
তবে একজন কম নিয়েও হাল ছাড়েনি বাংলাদেশ। ৭৩ মিনিটে ইয়াসিনের চমৎকার গোলে সমতায় ফেরে লাল-সবুজ জার্সিধারীরা।
কালের আলো/টিআরকে/এসআইএল