ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়ায় আরও একটি মামলা
প্রকাশিতঃ 11:04 pm | October 21, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরীসহ চার জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় সৈয়দ সেলিম আহম্মেদ নামে ডেন্ডাবরের এক ব্যক্তি এ মামলা করেন।
আশুলিয়া থানায় তৃতীয় এ মামলাটি করেন সৈয়দ সেলিম আহমেদ। মামলার অপর অভিযুক্তরা হলেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেন।
এ মামলা নিয়ে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে জমি জবর দখল ও চাঁদাবাজির তিনটি মামলা হয়েছে। এর আগে গত সোমবার গভীর রাতে মোহাম্মদ আলী নামে একজন বাদী হয়ে গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী (৮৫), গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন (৫৭), গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির (৫৫) ও আশুলিয়ার টাকশুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
একই ঘটনা উল্লেখ করে ১৯ অক্টোবর সন্ধ্যায় আশুলিয়া থানায় হাসান ইমাম নামের এক ব্যক্তি ডা. জাফরুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদা বাজির মামলা করেছেন।
২১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পেতে না পেতেই ডেন্ডাবরের সৈয়দ সেলিম আহম্মেদ তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় আরেকটি মামলা করেছেন।
তবে জমি দখল ও চাঁদাবাজির মামলা সম্পর্কে গণস্বাস্থ্যের কর্মকর্তারা জানান, যেসব জমির দাবি করে আশুলিয়া থানায় মামলা করেছেন ওই জমি ট্রাস্টির নামে অনেক আগেই ক্রয় করা। মোহাম্মদ আলীর জমির ব্যাপারে তারা জানান, আদালতে মোহাম্মদ আলীর ট্রাস্ট্রির পক্ষে ৭ বার রায় হওয়ার পরও তারা সুযোগে গণস্বাস্থ্যের জমি দখল করেছে। ডা. জাফরুল্লাহর নামে যারা জমি দাবি করে মামলা করেছে তাদের দাবি ঠিক নেই বলে তারা জানান।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি রেজাউল হক দীপু জানান, ডা. জাফরুল্লাহ গংয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় তিনটি মামলাসহ অসংখ্য সাধারণ ডায়েরি হয়েছে।
কালের আলো/এনএল