সাংবাদিক অরুণ বসু আর নেই
প্রকাশিতঃ 12:44 pm | October 07, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু আর নেই। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
এর আগে ৫ অক্টোবর অরুণ বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।
১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন অরুণ বসু। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন।
কালের আলো/এসবি/এমএম