বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিতঃ 11:57 pm | October 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথমটি দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে সফরকারী জিম্বাবুয়েকে ২৮ রানের ব্যবধানে সহজ জয় ছিনিয়ে আনে মাশরাফি বাহিনী। প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করে। জবাবে পুরো ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ২৪৩ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

কালের আলো/ওএইচ