বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রকাশিতঃ 10:42 am | October 22, 2018
কালের আলো ডেস্ক:
সৌদি আরব সফর নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
আজ সোমবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংবাদ সম্মেলনে সৌদি আরব সফর বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শেখ হাসিনা।
সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার সৌদি আরব যান শেখ হাসিনা।
সফরে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে বাদশাহর সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সৌদি যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওমরাহ হজ্ব পালন শেষে তিনি দেশে ফেরেন।
কালের আলো/এনএল