চাঁদপুরে সড়কে ঝরল বাবা-ছেলেসহ তিন প্রাণ

প্রকাশিতঃ 12:10 pm | October 22, 2018

জেলা প্রতিনিধি, কালের আলো:

চাঁদপুরে হাজীগঞ্জে ট্রাকচাপায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। হতাহতরা একটি অটোরিকশার যাত্রী ছিলেন।

সোমবার ভোররাত পৌনে চারটার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এলেম হোসেন (৪৫), তার ছেলে একরাম হোসেন (২২) এবং আবু সুফিয়ান (৪০)। তাদের বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায়। আহত অটোরিকশার যাত্রী বিল্লাল হোসেন (৩৫) এবং চালককে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, একটি অটোরিকশায় করে পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। পৌনে চারটার দিকে বাকিলা নামক স্থানে আসার পর চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন নিহত হন।

আহত হন অটোচালকসহ দুইজন। তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অটোরিকশার ভেতরে ও বাইরে মাছ ধরার বড়শি এবং জাল পাওয়া গেছে বলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এ থেকে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা শিকার যাত্রীরা মাছ ধরতে চাঁদপুরে যাচ্ছিলেন।

কালের আলো/আরএম