ছোট হচ্ছে না মন্ত্রী সভার আকার, জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 5:10 pm | October 22, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মন্ত্রিসভা ছোট করার দরকার কী? মন্ত্রিসভা বড় থাকলে কি অসুবিধা আছে? আইনেও তো এমন কিছু বলা নেই।
সোমবার (২২ অক্টোবর) বিকেল চারটায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের সময় বিএনপিসহ সব দলকে আহ্বান জানিয়ে বলেছিলাম যে যা মন্ত্রীত্ব চায় সেটাই দেওয়া হবে। কারণ তখন শুধু আওয়ামী লীগের মন্ত্রিসভা ছিল। কিন্তু বিএনপি তখন এলো না। তারা বাদে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সদস্যদেরকে নিয়ে সেবার ছোট করে মন্ত্রিসভা গঠন করি।
শেখ হাসিনা বলেন, এবার কিন্তু আমরা মেজরিটি পাওয়া সত্বেও আমাদের সংসদে যারা প্রতিনিধিত্বকারী দল আছে সব দলগুলোকে নিয়ে মন্ত্রিসভা করতে চলেছি। আমি বিরোধীদলীয় নেতার সঙ্গেও কথা বলেছি এ ব্যপারে। জানিনা এটার প্রয়োজন আছে কি না? এখন মন্ত্রিসভায় কাটছাট করলে মন্ত্রিসভায় অনেক প্রজেক্ট আছে; এখন কাউকে সড়ালে সেটা ব্যাহত হবে কী না সেটাও ভাবার বিষয় আছে। কারণ যতুটুক সময় পাচ্ছি দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে মঞ্চে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ