সুস্থ আছেন এরশাদ
প্রকাশিতঃ 8:51 pm | October 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন। দু’ এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরে যাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এ দিন সকাল থেকেই বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার তার সঙ্গে দেখা করেছেন।
এসময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন এরশাদ।
এদিকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার কোনো ভুল তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
কালের আলো/এনপি