রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল গ্রেফতার
প্রকাশিতঃ 10:21 pm | October 22, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ অক্টোবর) সন্ধায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুরে দায়ের করা একটি মানহানির মামলায় ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম।
তিনি জানান, রংপুরের একটি মানহানি মামলায় উত্তরায় আসম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উত্তরার জসিমউদ্দিন রোডে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক ছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মঈনুল হোসেন। বৈঠক থেকে তিনি বের হলেই তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মধ্যরাতে টেলিভিশনের টক-শোতে দৈনিক ‘আমাদের নতুন সময়’ এর ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মঈনুল হোসেনের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।