ব্যারিস্টার মইনুলের জামিন নামঞ্জুর
প্রকাশিতঃ 2:06 pm | October 23, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করায় রংপুরের মানহানির মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম কায়সার হক জামিন না মঞ্জুর করে মইনুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুরে দায়ের করা এক মামলায় সোমবার গ্রেফতার হন মইনুল হোসেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলে ডিবি পুলিশ।
ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে মইনুল হোসেনকে আদালতে নেওয়া হয়।
আদালতের মইনুলের পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ।
আদালতের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ‘এটি জামিনযোগ্য মামলা। আসামির জামিন পাওয়ার অধিকার রয়েছে।’
তারা আরও বলেন, ‘রংপুরের ওই মামলায় মইনুলের বিরুদ্ধে কোনো ধারা-সেকশন উল্লেখ করা হয়নি।
মাসুদা ভাট্টি ক্ষুব্ধ হয়ে ঢাকায় মামলা করেছেন। ঢাকার বাইরে তার বিরুদ্ধে মামলা করার এখতিয়ার অন্য কারও আছে কি না সে বিষয়েও প্রশ্ন তোলেন আসামির আইনজীবীরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন টকশো চলাকালে এক প্রশ্নের জেরে তিনি মাসুদা ভাট্টিকে বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য ধন্যবাদ। আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করতে চাই।’
মইনুল হোসেনের ওই মন্তব্যে নারী সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে তাকে প্রকাশ্যে মাফ চাইতে বলেন। বিভিন্ন গণমাধ্যমে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরাও বিবৃতি দিয়ে মইনুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
কালের আলো/এনএল