শেখ রাসেল দিবসে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের নানা কর্মসূচি

প্রকাশিতঃ 7:55 pm | October 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও “শেখ রাসেল দিবস ২০২১” উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স।

সোমবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে এতিম শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আস্থা লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়াও একই দিন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চতুর্থ শাখা ঢাকার বাড্ডার রহিমা টাওয়ারে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুন্টেট জেনারেল (এজি) ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল সাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সালের ২৩শে জুন কার্যক্রম শুরু করে।

কালের আলো/ডিএসবি/এমএম