চুয়াডাঙ্গায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম উদ্বোধন
প্রকাশিতঃ 10:48 am | October 22, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
চুয়াডাঙ্গার সদর থানা মার্কেটে ডায়মন্ড ওয়ার্ল্ডের ২৫তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এই বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন
এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন, সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সাবেক সভাপতি সাহিদুজ্জামান, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহসভাপতি পবন কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালা উপস্থিত ছিলেন।
দিলীপ কুমার বলেন, চুয়াডাঙ্গার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হলো। চলতি অক্টোবর মাসে এই বিক্রয়কেন্দ্রে সব ধরনের হীরার গয়নায় ২৫ শতাংশ এবং সোনার গয়নার মজুরিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে নানারকম ছাড় থাকবে বলে তিনি জানান।
কালের আলো/এসবি/এমএম