এবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চুরির মামলা

প্রকাশিতঃ 6:58 pm | October 24, 2018

কালের আলো প্রতিনিধি:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আরো একটি চুরির মামলা দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়।

এ নিয়ে জমি দখলের চেষ্টা, ভাঙচুর, চুরির অভিযোগে জাফরুল্লাহর বিরুদ্ধে পর পর চারটি মামলা দায়ের করা হলো আশুলিয়া থানায়।

আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ চুরির মামলার বাদী নাসির উদ্দিন (৪৯)। তিনি আশুলিয়ার নলাম গ্রামের বাসিন্দা।

মামলায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার গোলাম মোস্তফা বাবু, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশিরসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে ১ লাখ ২৫ হাজার টাকা দামের মালামাল চুরির অভিযোগ আনা হয়।

মামলার বিষয়ে যোগাযোগ করা হলে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন জানান, একটি মামলায় জামিন নিতে না নিতেই আরেকটি মামলা হচ্ছে।’

এর আগে গতকাল মঙ্গলবার তিনজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেডের কারখানায় একযোগে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে ২৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয় গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস এন্টিবায়োটিক ইউনিট।

এর আগে আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুর, চুরির অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। অবশ্য উচ্চ আদালত থেকে এই তিন মামলায় আগাম জামিন নেন তিনি।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সেনাপ্রধান সম্পর্কে অসত্য বক্তব্য দেওয়ায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। গত ১২ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মেজর এম রাকিবুল আলম একটি সাধারণ ডায়েরি করেন। ওই সাধারণ ডায়েরিটি গত ১৫ অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কালের আলো/আরএম