দেশের জন্য অবদানে গর্বিত সেনাপ্রধান, অঙ্গীকার প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে থাকার

প্রকাশিতঃ 8:10 pm | November 01, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর রয়েছে বলিষ্ঠ ভূমিকা। করোনার ঘোর দু:সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনা সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছেন।

সহমর্মিতা আর মানবতার মাধ্যমেই প্রতিটি প্রান্তেই মলিন চেহারায় ফুটিয়েছেন অনাবিল আনন্দের আবহ। ত্যাগের মহিমায় ভাস্বর করেছেন নিজেদের। ভূয়সী প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর। জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে ‘টিম স্পিরিট’ নিয়েই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।

সামাজিক দূরত্ব নিশ্চিত, গরিব ও দুস্থ মানুষের আহারের বন্দোবস্ত, বিনামূল্যে চিকিৎসা সেবা সবকিছুই সমান তালেই সামলেছেন। তাঁর নেতৃত্বেই অভাবী ও অসহায় মানুষের মাঝে সহমর্মিতা ও হৃদ্যতার আলো বিলিয়েছেন প্রতিটি সেনা সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে দুর্যোগ মোকাবিলায় আগামীতেও সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, এমন সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘আমরা করোনাকালীন সময়ে এবং বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি। আমরা দেশের জন্য অবদান রাখতে পেরেছি, এজন্য আমরা গর্বিতবোধ করি। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াতে সব সময়ই প্রস্তুত। যেকোন পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে এবং সরকারের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত রয়েছি।’

সোমবার (০১ নভেম্বর) খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার এ্যান্ড স্কুল (এএসসিসিএ্যান্ডএস)-এ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এর ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি শেষে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে সেনাপ্রধান এসব কথা বলেন।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কদের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।

সেনাপ্রধান দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো.সাইফুল আলম, সেনাসদর, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আর্মি সার্ভিস কোরের ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। কোরের প্রতিটি সদস্যদের মাঝে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

কালের আলো/জিকে/এমএএএমকে