যেভাবে আপনার স্মার্ট ফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন

প্রকাশিতঃ 11:06 pm | October 24, 2018

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

ওয়েবক্যাম এর কথা শুনলেই প্রথমেই আমাদের সামনে ভেসে ওঠে কম্পিউটার মনিটরের ওপর লাগিয়ে রাখা ক্যামেরাটি। ইন্টারনেটের ব্যাপক প্রসার ও ব্যবহারের কারণে পার্সোনাল কম্পিউটারের মতো যন্ত্রে ওয়েবক্যাম খুবই প্রয়োজনীয় একটি যন্ত্রাংশে পরিণত হয়েছে। ওয়েবক্যাম মূলত এক প্রকার ভিডিও ক্যামেরা যা কম্পিউটার থেকে কম্পিউটার নেটওয়ার্কে স্থির চিত্র এবং ভিডিও ফুটেজ সরবরাহ করে।

বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে কম্পিউটার এর সামনে বসে লাইভে কথা-বার্তা বলছেন, এটা ওয়েবক্যাম-এর সাহায্যেই হয়। আমাদের স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে একে আমরা স্মার্টফোনের ওয়েবক্যামেরা বলতে পারি। কারণ, কম্পিউটারে একটি ফিজিক্যাল ওয়েবক্যামেরা ব্যবহার করে অনলাইন ভিডিও স্ট্রিমিং করা হয়, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়, ঠিক একই ভাবে স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়েও এইসব করা যায়।

আপনার কম্পিউটারে এক্সটার্নাল অথবা ল্যাপটপে ইন্টার্নাল যে ওয়েবক্যামেরাটি আছে এটি হল একটি সাধারণ ভিডিও ক্যামেরা।
ওয়েবক্যামটি একটি সাধারণ ইউএসবি কেবল এর সঙ্গে কম্পিউটারে যুক্ত থাকা একটি ক্যামেরা মডিউল। আর সে কেবল স্থির চিত্র ও ফুটেজ কম্পিউটারে প্রেরণ করে এবং তারপর সে ডেটা কী ভাবে ব্যবহার করা হবে, তার দায়িত্ব কম্পিউটার এর হাতে।

তবুও অনেক সময় এমন পরিস্হিতি হয় যে, আপনার কাছে একটি কম্পিউটার বা ল্যাপটপ আছে ঠিকই তবে তাতে কোনও ক্যামেরা নেই। এই পরিস্হিতি সামাল দেওয়ার জন্য আপনি কিন্তু আপনার স্মার্টফোনকে ব্যবহার করতে পারেন ওয়েবক্যাম হিসেবে। আর এক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটিকে ব্যবহার করব, তার নাম হল DroidCam এবং IP Webcam।

প্রথমে আপনার ফোন এবং আপনার কম্পিউটার একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।

ড্রয়েডক্যাম-এর একটি এনড্রয়েড অ্যাপলিকেশন ডাউনলোড এবং ইনস্টল করে নেব গুগল প্লে স্টোর থেকে।

তারপর আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ওপেন করবেন, সঙ্গে অ্যানড্রয়েড মোবাইলটিতেও। এখন আপনার ফোনে একটি আইপি প্রদর্শন করবে।

এই আইপিটা কম্পিউটার সফটওয়্যারটিতে বসিয়ে দেবেন। আপনার অ্যানড্রয়েড স্মার্টফোন আপনার ওয়্যারলেস ওয়েবক্যাম হয়ে যাবে। তবে আপনি সফটওয়্যারটিতে ইউএসবি কেবল সিস্টেম সেট করে দিয়ে, ইউএসবি কেবল এর মাধ্যমেও ফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।

এ বার একনজরে দেখে নিন কীভাবে IP Webcam ব্যবহার করবেন:

• আপনার ফোন এবং আপনার কম্পিউটার একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।

• IP Webcam এপ টি প্লে স্টোর থেকে আপনার ফোনে ইনস্টল করুন।

• ব্যাকগ্রাউন্ডে চলিত অন্যসব ক্যামেরা এপ বন্ধ করুন দরকার হলে Force Stop করুন।

• IP Webcam এপ টি চালু করুন এবং নিচে স্ক্রোল করুন এবং Start Server এ ক্লিক করুন।

• এখন এপটিতে ক্যামেরা চালু হয়ে যাবে এবং আপনি একটি URL দেখতে পারবেন সেখানে।

• সেই URL টি আপনার কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারের মধ্যে লিখে সার্চ করুন।

• ব্রাউজারে আপনি একটি drop down মেনুর পাশে Video Renderer দেখতে পারবেন, সেখানে Browser সিলেক্ট করুন।

এসব ধাপ অনুসরণে আপনার ফোনটি হয়ে যাবে ওয়েবক্যাম।

কালের আলো/ডেস্ক