বাংলাদেশিদের ‘ভাই’ সম্বোধন হাইলের পুলিশপ্রধানের

প্রকাশিতঃ 10:59 am | November 04, 2021

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, কালের আলো :

বাংলাদেশি অভিবাসীদের ‘ভাই’ সম্বোধন করেছেন সৌদি আরবের হাইলের পুলিশ প্রধান মেজর জেনারেল ড. কিতাব আল ওতাইবি।

আরও পড়ুন: ‘সৌদি সবুজায়ন’ : সহযাত্রী হতে চায় বাংলাদেশ, মিলেছে ইতিবাচক সাড়া

বুধবার (০৩ নভেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাতে তিনি বাংলাদেশীদের যেকোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়ে নিজেদের মধ্যকার হৃদ্যতার বহি:প্রকাশ হিসেবেই এমন সম্বোধন করেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, হাইলের পুলিশ প্রধান মেজর জেনারেল ড. কিতাব আল ওতাইবির সাথে এদিন বৈঠক করেন রাষ্ট্রদূত ড. জাবেদ। এ সময় হাইলের পুলিশ প্রধান অভিবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন। রাষ্ট্রদূত নারী গৃহকর্মীসহ বাংলাদেশি অভিবাসীদের যেকোন জরুরী সমস্যা সমাধানে পুলিশ প্রধানের সহযোগিতা কামনা করেন। মূলত এই সময়েই বাংলাদেশি অভিবাসীদের ‘ভাই’ সম্বোধন করেন ওই পুলিশপ্রধান।

এদিকে, একই দিন বিকেলে রাষ্ট্রদূত হাইলে বসবাসরত বিভিন্ন শ্রেণী ও পেশার বাংলাদেশি অভিবাসীদের সাথে মতবিনিময় করেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন ও সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি প্রবাসীদের সৌদি আরবে বাংলাদেশের ভাবমুর্তি বৃদ্ধির বিষয়ে আহবান জানান।

কালের আলো/এমএইচ/এসআইএল