আরশি খানের অর্ধনগ্ন নাচের ভিডিও ভাইরাল
প্রকাশিতঃ 10:14 pm | January 21, 2018
শোবিজ ডেস্ক: ভারতীয় মডেল ও অভিনেত্রী আরশি খান। শহীদ আফ্রিদিকে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। আর এবার খোলামেলা পোশাক পরে আলোচনায় উঠে এলেন বিগ বস-১১-এর এই প্রতিযোগী।
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তার অর্ধনগ্ন নাচের এই ভিডিও। এরপর থেকেই তাকে ভারতের নতুন পুনম পাণ্ডে বলে আখ্যায়িত করছে ভারতীয় মিডিয়া।
ভিডিওতে দেখা গেছে, আরশি লজারির উপর ব্লেজার পরেছেন। সেই ব্লেজারের বোতাম না লাগানো থাকায় শরীরের অর্ধাংশ উন্মুক্তই ছিল। ধীরে ধীরে খুলে ফেলেন সেই ব্লেজারটিও। তারপর প্রায় খোলা শরীরেই নাচতে থাকলেন তিনি। ভিডিওর পরবর্তী অংশ আরশিকে দেখে গেছে নাইটি পরে। সেখানেও ধীরে ধীরে নাইটি উন্মুক্ত করে নাচতে দেখা গেছে বিগ বসের এই বিতর্কিত প্রতিযোগীকে।