ভালুকায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:26 pm | October 25, 2018

কালের আলো প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাড়াগাঁও ছাত্র সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ভালুকার পাড়াগাঁও মোড়লবাড়ী এলাকায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষানুরাগী ইব্রাহিম সরকারের সভাপতিত্বে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাকিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন খান,ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, রমজান আলী সরকার,প্রবীণ শিক্ষক আলী আকবর মাষ্টার,বড়চালা সরকারী প্রাঃবিদ্যাঃ সাবেক প্রধান শিক্ষক-খলিলুর রহমান,
বাদশা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠা পরিচালক হাফেজ মুনজুর মাহমুদ, বন্ধন প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক পাড়াগাঁও ছাত্র সংঘের উপদেষ্টা রাকিব মোল্লা,
গৌরিপুর প্রত্যাশা মডেল স্কুলের সহকারী শিক্ষক আঃআউয়াল, আল কুরআন ফাঃ এর পরিচালক হাবিব জিহাদি, পাড়াগাঁও ছাত্র সংঘের সহ-সভাপতি টুটুল খান,সাধারন সম্পাদক-মনির হোসেন,তথ্য সম্পাদক ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।