বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড
প্রকাশিতঃ 5:31 pm | November 08, 2021

কালের আলো সংবাদদাতা:
জামালপুরে বাবাকে হত্যার দায়ে মো. রুকনুজ্জামান খোকন (৩৪) নামে এক যুবকের আমৃত্যু সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২২ আগস্ট রমজান মাসের সাহরি খাওয়ার সময় আরজ উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তার ছেলে মো. রুকনুজ্জামান খোকন।
এ ঘটনায় আরজ উদ্দিনের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কার্যক্রমে ও আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মামলার একমাত্র আসামি রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
কালের আলো/টিআরকে/এসআইএল