রায়পুরায় কেন্দ্র দখলকে নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
প্রকাশিতঃ 1:32 pm | November 11, 2021

কালের আলো সংবাদদাতা:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে প্রতিপক্ষের হামলায় সালাউদ্দিন মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছে। সালাউদ্দিন মিয়া বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে বাঁশগাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের মধ্যে বিরোধ চলছিলো। নির্বাচনের আগের দিন বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সকালে একজনের মৃত্যু হয়।
বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে ওই ইউনিয়নের ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে রায়পুরায় ১০টি ও নরসিংদী সদরে দুটি ইউনিয়নের ১১৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যানে পদে ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কালের আলো/টিআরকে/এসআইএল