চীন যেতে লাগবে না ভিসা
প্রকাশিতঃ 3:03 pm | October 26, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
বাংলাদেশি নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দিতে চীন রাজি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঝাও কেঝি’র সঙ্গে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টায় দু’দেশের দুই মন্ত্রীর নেতৃত্বে দু’ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান কামাল বলেন, ‘তারা আমাদের বলেছেন, আমাদের দেশের ব্যবসায়ীসহ অন্যদের চীনের ভিসা পেতে অনেক সময় সময়সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, অনেক সময় ঠিক সময়ে ভিসা পান না। তাই আমরা অন অ্যারাইভাল ভিসা দেয়ার বিষয়টি ভাবছি’।
তিনি বলেন, ‘টুরিস্ট, ব্যবসায়ীরা যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যান। তাহলে তারা (চায়না) অন অ্যারাইভাল ভিসা দিবেন। তারা এ বিষয়ে আলোচনা করে গেছেন এবং পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেবেন ও ঘোষণা দেবেন’।
বৈঠকে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো হলো- আইন শৃঙ্খলা-বাহিনীর প্রশিক্ষণ সহযোগিতা চুক্তি, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সহযোগিতা চুক্তি ও পুলিশ বিভাগের জন্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ চুক্তি।
সচিবালয়ে এই বৈঠকে বাংলাদেশের পক্ষে আসাদুজ্জামান কামাল নেতৃত্ব দেন। চীনের পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেঝি।
কালের আলো/এমএইচ