নতুন বাইক চালাতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
প্রকাশিতঃ 6:19 pm | November 12, 2021

কালের আলো সংবাদদাতা:
টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।
প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ খান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মকবুল হোসেন নতুন মোটরসাইকেল কিনেন। সেই মোটরসাইকেল নিয়ে সকালে তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে মাটিকাটা রুহুলী গ্রামে মোড় ঘুরতেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে থাকা একটি ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
কালের আলো/টিআরকে/এসআইএল