নৌকায় ভোট দেওয়া মানেই দেশের উন্নয়ন : প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 5:29 pm | October 27, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ক্ষমতাসীন আওয়ামী লীগের মার্কা নৌকাকে উন্নয়নের প্রতীক বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নৌকা মানেই উন্নয়ন। নৌকার কারণেই সমগ্র বাংলাদেশের উন্নয়ন ঘটেছে।’
আজ শনিবার বিকেল ৩টায় বরগুনায় তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন করে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবার সুযোগ দিয়েছেন। এজন্য আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জনগণের প্রতি। নৌকা মানেই উন্নয়ন। এই নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন হয়েছে। নৌকার ফলেই সমগ্র বাংলাদেশ উন্নয়ন ঘটেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যুবশ্রেণির জন্য কর্মসংস্থান ব্যাংক করেছি। বিনা জামানতে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। কেউ বেকার থাকবে না এজন্য এ ব্যাংক করে দিয়েছি। আমাদের বর্গা চাষীরা অতীতে কোনো দিন ঋণ পেত না। কিন্তু আওয়ামী লীগ সরকার বর্গা চাষীদের বিনা জামানতে ঋণ দেওয়া শুরু করেছে।’
তিনি বলেন, ‘এই দক্ষিণাঞ্চলে যাতে আরও বেশি ফসল হয়। ইতিমধ্যে লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, সেজন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেক উপজেলায় এবং জেলায় আমরা ৫৬০টি মসজিদ এবং ইসলামিক সংস্কৃতির চর্চা, শিক্ষা, ইমামদের প্রশিক্ষণ এসব কিছু যাতে সম্পন্ন হতে পারে সে জন্য আমরা ৫৬০টা মডেল মসজিদ নির্মাণ করবো সমগ্র বাংলাদেশে।’
এ সময় তিনি অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ, বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের কোনো স্থান বাংলার মাটিতে হবে না।’
শেখ হাসিনা বলেন, ‘ইতিমধ্যে আমরা জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি। মাদকের ফলে অনেক পরিবার ভুক্তভোগী। অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়। ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। আমরা প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেব। ইতিমধ্যে কাজ শুরু করেছি।’
মাদককে প্রশ্রয় না দেওয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সামাজকে সুন্দরভাবে গড়তে চাই। দেশের উন্নয়ন আমরা করতে চাই। আমাদের সব সময়ের লক্ষ্য আমরা দেশের ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তার জন্য ১০০টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি।’
কালের আলো/এনএম