মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশিতঃ 6:50 pm | October 27, 2018
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের ছেলেরা। নেপালের ললিতপুর আনফা একাডেমি মাঠে ৯-০ গোলে জয় পায় লাল সবুজের খুদে প্রতিনিধিরা।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই শুরু হওয়া ম্যাচটিতে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আরও উদ্যমী হয়ে ওঠেন কোচ পারভেজ মাহমুদের শিষ্যরা।
এদিন বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন নিহাত জামান। তার পা থেকেই ১১ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হ্যাটট্রিক করেছেন রাসেল আহমেদও। এ ছাড়া একটি করে গোল করেন মেহেদী হাসান ও আশিকুর রহমান।
কালের আলো/পিএম