টেকনাফে দুই পক্ষের গোলাগুলি, নিহত ২
প্রকাশিতঃ 11:13 am | October 28, 2018
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, কালের আলো:
কক্সবাজারের টেকনাফে ইয়াবা কারবারি ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় হাসান আলী ও কামাল হোসেন নামে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। হাসান টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ার মো. হাশেমের ছেলে এবং কামাল সদর ইউনিয়নের নাজির পাড়ার নুরুল আলমের ছেলে।
পুলিশের ভাষ্য, নিহত দুজনই এলাকার শীর্ষ ইয়াবা কারবারি।
পুলিশ জানায়, রবিবার ভোর ৫টায় টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় ইয়াবা কারবারি ও সন্ত্রাসী দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় থানা পুলিশের একটি টহল দল গোলাগুলির খবর পেয়ে সেখানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বর্ষণ করে। একপর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে পুলিশ আশপাশের এলাকা তল্লাশি করে দুজনের মৃতদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় শনাক্ত করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা কারবারি ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় পুলিশের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় পুলিশের উপপরিদর্শক রাজু আহমেদ, সহকারী উপপরিদর্শক মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহিম গুলিবিদ্ধসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে দুজনের মরদেহ, ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও বিপুলপরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
কালের আলো/বিএম