শ্রমিক ধর্মঘট: ‘জানেন না’ শাজাহান খান!
প্রকাশিতঃ 1:43 pm | October 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে দেশজুড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। রাজধানী ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে ধর্মঘটের কর্মসূচি ডাকা সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের কাছে দাবি করেছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
রবিবার সচিবালয়ে নিজ দফতর থেকে যখন বের হচ্ছিলেন নৌমন্ত্রী তখন সাংবাদিকরা হঠাৎ করেই সারাদেশে বাস ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে তিনি এমন কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি না, আমি কিছু জানি না। আমি এটা নিয়ে কিছুই বলবো না।’
আপনি শ্রমিকদের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি – সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবেও তিনি কোনো কথা বলতে চান নি।
‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ সংশোধনসহ আট দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর সকাল বেলার অফিসগামী মানুষ। বিআরটিসির দু-একটি বাস ছাড়া কোনো বাস চোখে পড়ছে না ঢাকার রাস্তায়। সীমিত আকারে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচল করলেও তাতেও বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।
ফলে উবার, পাঠাওসহ বেশকিছু রাইড শেয়ারিংও করতে পারছেন না সাধারণ যাত্রীরা।
কালের আলো/এনএম