শিক্ষার্থী‌দের হাফ ভাড়া চালুর বিষয়ে বৈঠক চলছে

প্রকাশিতঃ 1:40 pm | November 27, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার বিআরটিএর প্রধান কার্যালয়ে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বৈঠক হয়। তবে ওইদিন অর্ধেক ভাড়ার বিষয়ে বাস মালিকদের রাজি করাতে পারেনি সরকার।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসছে ১ ডিসেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন এ সিদ্ধান্তের ফলে ঢাকাসহ সারা দেশে সংস্থাটির প্রায় এক হাজার তিনশ বাসে এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

কালের আলো/টিআরকে/এসআইএল