বিয়ে নিয়ে মুখ খুললেন দীপিকা
প্রকাশিতঃ 10:48 pm | October 28, 2018

কালের আলো ডেস্ক:
বহু জল্পনা-কল্পনার পর অক্টোবরেই শুভদিনের কথা ঘোষণা করেন দীপিকা পাড়ুকোণ৷ রণভীর-দীপিকার বিগ ফ্যাট ওয়েডিং৷ আগামী ১৪-১৫ নভেম্বরে শুভকাজ সম্পন্ন হতে চলেছে৷ সেই বিয়ে নিয়ে এক্সাইটেড বি-টাউন থেকে তারকাদ্বয়ের ফ্যানরাও৷
এক্সাইটেড দীপিকা নিজেও৷ তাইতো এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি উচ্ছ্বসিত হয়ে জানালেন, ‘পরবর্তী ছবিতে সই করার জন্য যতটা এক্সাইটেড থাকি ততটাই এক্সাইটেড নিজের বিয়ে নিয়েও’৷ আর পাঁচ জন মেয়ের মতোই তাঁর জীবনেও যে বিয়ের একটা আলাদা স্থান রয়েছে তা তিনি তাঁর কথাতেই স্পষ্ট করে দেন৷
ফাইল ছবি
প্রসঙ্গত, গত ছয় বছর ধরে প্রেম পর্বের পর সাতপাকের সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা৷ ইতালির লেক কোমোতে ঘনিষ্ঠজনের উপস্থিতিতেই তাঁদের বিয়ে সম্পন্ন হবে৷ কিন্তু দুদিন কেন? কি হবে দুদিন ধরে সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল৷
১৪ এবং ১৫ নভেম্বর, দুই দিন দুই রীতি মেনে বিয়ে করবেন তাঁরা৷ দীপিকা কর্নাটকের মেয়ে৷ তাই প্রথম দিন কন্নডিগা মতে বিয়ে হবে৷ রণবীর সিং, সিন্ধি-পঞ্জাবী৷ তাই জানা যাচ্ছে দ্বিতীয়দিন রণবীরের ধর্ম মতেই বিয়ে করবেন তাঁরা৷
বলি অন্দরের খবর ছিল, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানেক আগে রণভীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা-মা, সব্যসাচীর একটি শাড়ি উপহার দেন দীপিকাকে।
আপাতত দীপিকা এবং রণবীর তাঁদের পরিবারকে নিয়ে বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা, প্রস্তুতি করছেন পুরোদমে। এদিকে, বিয়ের প্রতিটি খবরাখবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে বসে আছে উড বি ম্যারেড কাপলের অনুরাগীরা৷
কালের আলো/এইচএ