সাংবাদিক অহিদুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশিতঃ 12:03 am | November 29, 2021

নিজস্ব সংবাদদাতা কালের আলোঃ

সৌদি প্রবাসী সাংবাদিক অহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।

রবিবার (২৮ নভেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, অহিদুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণেও অনেক অবদান রেখেছেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অহিদুল ইসলাম মহৎ হৃদয়ের অধিকারী একজন নিবেদিত প্রাণ পরোপকারি মানুষ ছিলেন । সর্বজন শ্রদ্ধেয় বহু গুণে গুণান্বিত মেধাবী দেশপ্রেমী মানুষটি সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য আমৃত্যু কাজ করেছেন । তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

এ সময় তিনি মরহুম অহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালের আলো/এমএস/বিআর