নির্বাচনে ইভিএম ব্যবহারের পথ তৈরি করলো সরকার
প্রকাশিতঃ 4:17 pm | October 29, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পথ তৈরি করেছে সরকার। ব্যালট পেপারে প্রচলিত ভোটের পাশাপাশি ইভিএম ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, নির্বাচনের আগে সংসদে তুলে পাস করার জন্য যথেষ্ট সময় না থাকায় সংশোধিত এই গণপ্রতিনিধিত্ব আইন অধ্যাদেশ আকারে জারি করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইভিএম মেশিনের কোনও নেটওয়ার্ক ব্যবস্থা থাকবে না। তাই এটিকে হ্যাকড করার কোনো সুযোগ নেই। ইভিএম নিয়ে জনগণের মনে অহেতুক ভীতি আছে। ভোট দিতে গিয়ে কেউ প্রতারিত না হয় ইভিএমে সেই নিশ্চয়তা থাকবে।
কালের আলো/এনএম