‘ভারতে ১ জিবি ডাটা, এক বোতল কোল্ড ড্রিংকস থেকেও সস্তা’
প্রকাশিতঃ 6:37 pm | October 29, 2018
কালের আলো ডেস্ক:
ভারতে ভারতে ১ জিবি ডাটা, এক বোতল কোল্ড ড্রিংকস থেকেও সস্তা বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার ১৩তম ইন্ডিয়া-জাপান অ্যানুয়াল সামিটে জাপানের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
সেখানে ডিজিটাল ইন্ডিয়ার উন্নতি বোঝাতে গিয়ে তিনি জানান, বর্তমানে ভারতে এক বোতল কোল্ড ড্রিংকের থেকে ১জিবি ডেটা সস্তা৷ দেশে টেলিকমিউনিকেশনের নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে প্রশংসা করেন তিনি৷
কনসালটিং ফার্ম ইওয়াই-এর মতে, ২০২২-এর মধ্যে ভারতের ডিজিটাল ইকনমির উন্নতি ১ ট্রিলিয়ন ইউএসডিতে পৌঁছে যাবে এবং সেই সঙ্গে চাকরি দেওয়ার ক্ষেত্রেও রেকর্ড করবে৷ ডিজিটাল ইন্ডিয়ার প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়েছে ব্রডব্যান্ড কানেক্টিভিটি৷ প্রায় ১০০ কোটিরও বেশি মোবাইল ফোন অ্যাক্টিভ ভারতে৷
সেই ভারতেই এক বোতল কোল্ড ড্রিংকের থেকে ১জিবি ডেটা সস্তা৷ যে ডেটা সার্ভিস ডেলিভারির কাজ করে চলেছে বলে জানান তিনি৷ এর পাশাপাশি জাপানের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি এবং ভারতে আরও বেশি করে বিনিয়োগের জন্য বলেন তাঁদের৷
একই সঙ্গে ভারতের গৌরবের কথা সমগ্র বিশ্বের কাছে প্রচার করার কথা বলেছেন মোদী। তাঁর কথায়, “দিওয়ালিতে যেমন প্রদীপ জ্বালান হয়। সবদিক আলোকিত হয়ে ওঠে। তেমনই জাপান সহ বিশ্বের সব প্রান্তে ভারতের আলো ছড়িয়ে দিন।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “দেশের গৌরব প্রচারের কাজের জন্য আপনাদের প্রতি আমার শুভকামনা রয়েছে।”
ওই অনুষ্ঠানে ভারতের অগ্রগতি সম্পর্কে একগুচ্ছ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই অগ্রগতির অঙ্গ হিসেবে প্রযুক্তিগত উন্নতির কথা বলেছেন তিনি। একইসঙ্গে ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ক্ষেত্রে ভারতের অগ্রগতির ব্যাখ্যাও করেছেন মোদী।