যুগশঙ্খের প্রতিবেদন: নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভারতের ভূমিকা চায় বিএনপি
প্রকাশিতঃ 9:42 am | October 30, 2018
কালের আলো ডেস্ক:
একাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভারতের ভূমিকা আশা করছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু দিল্লিতে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করে এমন আশা প্রকাশ করেছেন।
সোমবার ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পত্রিকাটি লিখেছে, দিল্লি সফরে এসেছেন বাংলাদেশের কারাবন্দী বিরোধী নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উদ্দেশ্য, ক্ষমতাসীন দল বিজেপি ও সংঘের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো। পাশাপাশি বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভারতের ভূমিকা চায় বিএনপি।
একাধিক সূত্রের বরাত দিয়ে যুগশঙ্খ লিখেছে, প্রায় এক সপ্তাহ ধরে বিএনপি নেতা মিন্টু দিল্লিতে অবস্থান করছেন। এ সময় বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব ও বেশ কিছু বিজেপির গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গেও সাক্ষাত করেছেন। সর্বশেষ রোববার নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন।
এসব বৈঠকে বিএনপি নেতা ‘আগামী একাদশ নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে মোদি সরকারের ভূমিকা আশা করছেন। কারণ বিএনপি মনে করে ২০১৪ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনা যে এক তরফা নির্বাচন করেছিল, একইভাবে এবারের নির্বাচনও করতে চায়। এ কারণে আগামী ডিসেম্বরের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাউথ ব্লক যেন ঢাকাকে কূটনৈতিক চাপ দেয় মিন্টু সেই অনুরোধ করেছেন বিজেপির নেতা-মন্ত্রীদের কাছে।
পত্রিকাটি আরো জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির নীতি নির্ধারকদের বার্তা নিয়ে মিন্টু সফর করছেন। বিজেপি নেতাদের বার্তা দিয়েছেন, দিল্লির সঙ্গে আওয়ামী লীগের মতো বিএনপিও কাজ করতে চায়। এছাড়া ক্ষমতায় গেলে বিএনপি সংসদে সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি মন্ত্রিপরিষদে বেশ কয়েকজন সদস্যও রাখবেন বলে বিজেপি নেতাদের জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আরএসএসের কয়েকজন নেতার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছিল। সেই প্রতিনিধি দলে ছিলেন মিন্টু। ব্যাংককে দিল্লি কয়েকজন আধিকারিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক হয়েছে কয়েক মাস আগে। সেখানেও মিন্টু ছিলেন। বছর খানেক আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেলে আরএসএসের প্রবাসী কিছু নেতার সঙ্গে তার কথা হয়।