এক সপ্তাহের মধ্যেই তফসিল, জানালেন ইসি সচিব
প্রকাশিতঃ 2:58 pm | October 31, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার আভাস দিয়েছেন ইসি সচিব হেলালুউদ্দীন আহমদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বাস্তবায়নের নির্দেশনা দিতে আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়।
হেলালুদ্দীনের সভাপতিত্বে এই বৈঠকে ২৩টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ সম্পন্ন হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নির্বাচনী মালামাল জেলায় জেলায় পৌঁছানো ও ব্যালট পেপার ছাপানো ছাড়া প্রায় সব কাজ শেষ হয়েছে। তাছাড়া ইভিএম ব্যবহারের পরিকল্পনাও আমাদের আছে। তফসিল ঘোষণার পর সকল নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য।
হেলালুদ্দীন আহমদ বলেন, তফসিলের পর শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাদকসেবী, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সব ব্যাংকে ঋণ খেলাপিদের তালিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বরের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব ধরনের পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।
কালের আলো/এনএম