প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সংলাপ ৫ নভেম্বর

প্রকাশিতঃ 8:45 pm | October 31, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আগামী ৫ নভেম্বর সংলাপে বসবেন। ওই দিন সন্ধ্যা ৭টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার রাতে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে সংলাপের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়ে এ কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

এর আগে আজ বেলা সাড়ে ১১টায় সংলাপের সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দেয় জাপা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিটি পৌঁছে দেন জাপার চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।

সংলাপের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার সময় আওয়ামী লীগের ওই দুই প্রতিনিধি হুসেইন মুহম্মদ এরশাদকে বলেন, কষ্টার্জিত গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংবিধান সম্মত আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বার সব সময়ই উন্মুক্ত।

জবাবে এরশাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংলাপের মাধ্যমে সম্ভাবনার যে দুয়ার উন্মোচিত হলো, সে সম্ভাবনার পথ ধরেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ আশার আলো দেখবে এ আশা রাখি।

কালের আলো/এনএম