জঙ্গি দমনে বিশ্বের বুকে বাংলাদেশ পুলিশ রোল মডেল: আইজিপি

প্রকাশিতঃ 9:40 pm | October 31, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, অনেক সীমাবদ্ধতার পরেও জঙ্গি দমনে বিশ্বের বুকে বাংলাদেশ পুলিশ রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গত পাঁচ বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবচেয়ে সফলভাবে কাজ করে গেছে। জঙ্গিদমন, মাদকবিরোধী অভিযানসহ সব ধরণের অপরাধ দমনে পুলিশ সফল হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) হাজারীবাগ ও ধানমন্ডি থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, জঙ্গিবিরোধী অভিযান ও মাদকবিরোধী অভিযানে পুলিশের অনেক সদস্য হতাহত হয়েছেন। তারা জীবন বাজি রেখে দেশের মানুষের জন্য কাজ করে গেছেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয়। আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

তিনি বলেন, ধানমণ্ডি থানায় পুলিশ সদস্য ১৪৯ জন, যা ঐ এলাকার মোট জনসংখ্যার হিসেবে ১ হাজার ৮০০ জনের পিছনে একজন করে পুলিশ সদস্য কাজ করবে। তেমনি হাজারীবাগ থানাতে প্রায় ৪ হাজার মানুষের জন্য একজন করে পুলিশ সদস্য কাজ করে। তবুও আপনাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখবো।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।