হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ আগুন
প্রকাশিতঃ 3:51 pm | December 15, 2021
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির ছাদে ও অন্যান্য অংশে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে গ্লুচেস্টার রোডের ৩৮ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুনের ঘটনা ঘটে।
সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, শপিংমল থেকে অনেককে সরিয়ে নেয়া হয়েছে। তবে দোকানদার এবং রেস্তোরাঁয় যেসব মানুষ ছিল তারা এখনও বের হতে পারেনি। এখন পর্যন্ত দুইজন আহত হয়েছে। উদ্ধার কাজ চলছে।
রয়টার্স এক প্রতিবেদনে জানান, ফায়ার সার্ভিাস কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। ভবনের ভিতরে থাকা মানুষদের বের করার জন্য তারা মই ব্যবহার করছে।
এ ঘটনায় ষাটোর্ধ্ব একজন বৃদ্ধা অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আরও ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়।
কালের আলো/টিআরকে/এসআইএল