জাপান ও যুক্তরাজ্য থেকে এলো ৮০ লাখ ডোজ ভ্যাকসিন
প্রকাশিতঃ 7:30 pm | December 15, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপানের দেওয়া ৪০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা দেশে এসেছে। একই দিনে এসেছে যুক্তরাজ্যের দেওয়া ৪০ লাখ ৫৫ হাজার ডোজ টিকাও। সেগুলোও অ্যাস্ট্রাজেনকার টিকা।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের দেওয়া ৮০ লাখ ৫৫ হাজার ৮০০ ডোজ টিকা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করা হয়।
জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত মান্যবর জাপানি রাষ্ট্রদূত Mr. Naoki ITO এবং ইউকে সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত মান্যবর ব্রিটিশ হাই কমিশনার Mr. Robert Chatterton-Dickson নিজ নিজ দেশের পক্ষে ভ্যাকসিনগুলি হস্তান্তর করেন।
ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জাপান আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই ভীষণ আস্থাভাজন বন্ধু রাষ্ট্র। অন্যদিকে ব্রিটিশ সরকারও দেশের যেকোনো ক্রান্তিকালে বাংলাদেশের পাশেই থাকে।
তিনি বলেন, দেশ দুটি থেকে পাওয়া এই ভ্যাকসিনগুলি করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদেরকে আরো শক্তিশালী করবে। ভ্যাকসিন প্রদানে ইতোমধ্যেই আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। এখন হাতে আমাদের সাড়ে ৪ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেয়ার কাজও শুরু করা হবে। কাজেই ভ্যাকসিন প্রদানে আমরা বহু দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছি। করোনায় এই মুহুর্তে আক্রান্ত ও মৃত্যুহার উভয়ই নিয়ন্ত্রণে রয়েছে। দেশে এখন পর্যন্ত ৩ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। আশার কথা ৩ জনকেই আমরা কোয়ারান্টাইন করতে সক্ষম হয়েছি। তারা চিকিৎসা নিচ্ছে ও এখন ভালো আছে। তবে, দেশের মানুষকে স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য রাখতে হবে, মুখে মাস্ক পড়তে হবে এবং টিকা নিতে আগ্রহী হতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো।
ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এ সময় ইউনিসেফ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ Mr. Shelden Yet, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া সহ দূতাবাস ও হাই কমিশনারের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/টিআরকে/এসআইএল