রে-ব্যান স্টোরিজে ফেইসবুক ম্যাসেঞ্জার

প্রকাশিতঃ 5:21 pm | December 19, 2021

টেক ডেস্ক, কালের আলো:

রে-ব্যান স্টোরিজ স্মার্ট চশমাগুলো ব্যবহারে সরাসরি আপনার ফেইস থেকে ফেইসবুক মেসেঞ্জার বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।

মেটা সিইও মার্ক জুকারবার্গ একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে জানায়, এর জন্য রে-ব্যান স্টোরিজে সফটওয়্যার আপডেট করা হয়েছে। পণ্যটির জন্য ফিচারগুলো রোল আউট করা হচ্ছে, আর এ ফিচারগুলো আইওয়্যার টাইটান লুক্সোটিকার সাথে পার্টনাশীপে তৈরি করা হয়েছিল।

জুকারবার্গ বলেন, চশমার বিল্ট-ইন মাইক, স্পিকার এবং অ্যাসিস্টেন্ট ব্যবহার করে বার্তা পাঠাতে , বার্তা পড়তে ও ফেইসবুক মেসেঞ্জার ব্যবহার করে অডিও কল করতে সক্ষম হবেন ব্যবহারকারিরা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন,২০২২ সালে আরও আপডেট আসবে।

আগে চশমার প্রধান বিক্রয় পয়েন্ট ছিল যে, আপনার ফেইসে একটি ক্যামেরা থাকবে। আপনি ভিডিও ও ছবি তুলতে অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি চশমাগুলো বেতার হেডফোন হিসাবে কাজ করতে পারে। তবে এর বাইরে অনেক স্মার্ট ফিচার ছিল না।

আপডেটের ফলে আপনি এখন ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ফ্রেমে নির্মিত টাচপ্যাড ব্যবহার না করেও আপনার ভয়েসের সাথে প্লেব্যাক ট্র্যাক করতে পারবেন।

কালের আলো/এমএএইচ/জেডএবি