প্রধানমন্ত্রীর জনসভায় ছাত্রলীগ নেতা অনি’র বিশাল শোডাউন

প্রকাশিতঃ 10:22 pm | November 02, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশাল শোডাউন করে যোগদান করেছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি। নওশেল আহমেদ অনি ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটুর অনুসারী।

শুক্রবার (০২ নভেম্বর) বিকেলে তিনি মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।

অনির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার ফ্যাস্টুন প্লেকার্ড হাতে নিয়ে শোডাউন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রলীগ নেতা শাহীন আলম, উবায়দুল্লাহ, মাহমুদ শাহরিয়ার মিশু, পরাগ সরকার, অনিক সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিছিল টি সারা শহর পদক্ষিন করে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করেন।

উল্লেখ্য, জনসভায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইকরামুল হক টিটু প্রধানমন্ত্রীকে একটি চাবি উপহার দেন।

কালের আলো/একে

 

ভিডিও দেখুন: