ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিতঃ 7:50 pm | December 22, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।

শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

গ্রুপপর্বে ভারতকে একই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সর্বোচ্চ পয়েন্টের পাশাপাশি সবগুলো ম্যাচে ক্লিনশিট রাখার আত্মবিশ্বাস নিয়ে সাফের ফাইনালে নামে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে মারিয়া-মনিকারা। ৮১ মিনিটে মোগিনি শিরোপাজয়ী গোলটি করেন।

ভারতের বিপক্ষে শুরুতে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ১৪ মিনিটে দুর্ভাগ্যজনভাবে কাছে গোল থেকে বঞ্চিত হন বাংলাদেশের ফুটবলাররা।

মাঝমাঠের একটু সামনে থেকে অধিনায়ক মারিয়া মান্ডার দূরপাল্লার শট ভারতের গোলকিপারের হাত থেকে ছুটে গেলে শট নেন তহুরা খাতুন। গোললাইন থেকে দারুণভাবে বল ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডার দেবি ফেনজোভাম।

ম্যাচের ৩০ মিনিটে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আনাই মোগিনির শট গোলবারে লেগে ফিরে আসলে আবারও হতাশ হতে হয় স্বাগতিকদের।

দাপটের সঙ্গে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে বাংলাদেশ।

লাগাতার আক্রমণে ভারতের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে লাল-সবুজ দল। ম্যাচের ৬০ মিনিটে ভালো সুযোগ তৈরি করে দল। মোগিনির ক্রস থেকে নেয়া শামসুন্নাহারের হেড বারের ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

শেষে পর্যন্ত আর দমিয়ে রাখা সম্ভব হয়নি বাংলাদেশকে। ম্যাচের ৮১ মিনিটে দূরপাল্লার শটে বল জালে জড়ান মোগিনি। উল্লাসে মাতে পুরো মাঠ।

বাকি সময়ে সমতায় ফেরা সম্ভব হয়নি ভারতের পক্ষে। জয় নিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

এ নিয়ে ২০১৫ সাল থেকে সাতটি বয়সভিত্তিক টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশ নারী দল। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় গোলাম রব্বানী ছোটনের দল।

২০১৮ সালে অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপও জেতে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘এ জয় বাংলাদেশকে ফুটবল বিশ্বের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেবে। এ জয় অনূর্ধ্ব-১৯ নারী দলকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।’

এবারের শিরোপা থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

কালের আলো/এসবি/এমএম